নিজস্ব প্রতিবেদকঃ
আমেরিকা প্রবাসী দেবপ্রিয় বড়ুয়া নিজের ভেরিফায়েড ফেইসবুকে কোটি টাকা আত্মসাতের অভিযোগে তুলেন এক তরুনীর বিরুদ্ধে তার হৃদয়বিদারক অভিজ্ঞতা শেয়ার করেন ।
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরালগঞ্জ গ্রামের মেয়ে উর্মিলা বড়ুয়ার বিরুদ্ধে এক প্রবাসী তরুণ কোটি টাকার প্রতারণার অভিযোগ তুলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ভাইরাল হওয়া একটি বিয়ের ছবিকে কেন্দ্র করে এই ঘটনা প্রকাশ্যে আসে।
ভুক্তভোগী তরুণ জানান, ২০১৬ সালে ফেসবুকের মাধ্যমে উর্মিলার সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে ২০২১ সালে পারিবারিকভাবে আংটি পড়ানো হয়। দীর্ঘ এই সম্পর্কের ভিত্তিতে তিনি উর্মিলার জন্য বিভিন্ন দেশ ভ্রমণের ব্যবস্থা করেন এবং একাধিকবার ভিসা প্রক্রিয়া সম্পন্ন করেন — আমেরিকা (৩ বার), কানাডা, অস্ট্রেলিয়া (২ বার), জাপান এবং বর্তমানে ফ্রান্সে অবস্থান করার ব্যবস্থাও তিনিই করেছেন বলে দাবি করেন তিনি।
২০২৩ সালের শেষের দিকে উর্মিলাকে উচ্চশিক্ষার জন্য হংকং পাঠানো হয়। হংকংয়ের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফি বাবদ এককালীন ২৩ হাজার ডলার এবং প্রতি মাসে প্রায় ১২-১৩শ ডলার পাঠানো হয়। মাস্টার্স ডিগ্রির জন্য আনুমানিক ৫৫ হাজার ডলার খরচ হয়েছে। এছাড়া, তার নামে পুবালী ব্যাংকে দুটি ডিপিএস চালু করা হয়েছে, যার বর্তমান মূল্য প্রায় ১০ লক্ষ টাকা।
অভিযোগকারীর দাবি, শুধু আমেরিকার ভিসা আবেদন প্রক্রিয়ায় উর্মিলার একাউন্টে ৪৫ লক্ষ টাকা জমা দেওয়া হয়, যা এখনো ফেরত পাননি। উপহার হিসেবে আইফোন, অ্যাপল ওয়াচ, স্বর্ণালঙ্কার ছাড়াও উর্মিলার পরিবারের নানা অনুষ্ঠানে আর্থিক সহায়তা করেছেন তিনি।
সবশেষে, তিনি অভিযোগ করেন — এতসব সহযোগিতার পর, কোনো পূর্বসংবাদ না দিয়ে উর্মিলা অন্য এক ছেলের সঙ্গে বিয়ে করেছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এতে ভুক্তভোগী তরুণ এবং তার পরিবারের মানসম্মান চরমভাবে ক্ষুণ্ন হয়েছে বলে দাবি করা হয়।
তিনি সমাজের মানুষকে এই ঘটনার বিষয়ে সচেতন থাকতে অনুরোধ জানিয়েছেন এবং এ ধরনের প্রতারণামূলক সম্পর্ক থেকে সবাইকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।
দেবপ্রিয় বড়ুয়ার সাথে ম্যাসেঞ্জারে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার কোনো উত্তর পাওয়া যায় নাই ।